
রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় মহাখালী আমতলী ও বনানি কবরস্থানের পাশে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন গোলাম ফারুক (৬০) ও অজ্ঞাতনামা পুরুষ (৫০)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ও শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুকের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, আমরা খবর পেয়ে মহাখালী আমতলী ফ্লাইওভার সংলগ্ন রেললাইনের পাশ থেকে ফারুক নামের একজনের মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, গোলাম ফারুক সকালে সাভার থেকে মেয়ের বাসার উদ্দেশ্যে ঢাকায় আসেন। কিন্তু মহাখালী আসার পর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।
অপরদিকে, বনানি কবরস্থানের পাশে ট্রেনে ধাক্কায় নিহত অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাল সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, আমরা খবর পেয়ে বনানি কবরস্থানে পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির (ক্রাইমসিনকে) খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়ত তার পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]