
সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
২৬ জানুয়ারি, শুক্রবার উপজেলার দুপুরে সোনামড়ল হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শনে করেন তিনি।
পরিদর্শনকালে সচিব নাজমুল আহসান বলেন, হাওর অঞ্চলের কৃষকের বোরো ফসল রক্ষায় বর্তমান সরকার খুবই আন্তরিক। বাঁধের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফসল রক্ষার জন্য হাওরে বাঁধের কাজে কোন প্রকার অবহেলা ও অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাপাউবো) খুশি মোহন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রমুখ।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]