হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:৩৩
হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় জানিয়েছেন বিএসএফ।


২৬ জানুয়ারি, শুক্রবার দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর তরুণ শিং ও বিজিবির হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার মো. দেলোয়ার হোসেন এর হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত পুরুষ ও নারী বিজিবি-বিএসএফ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।


হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় জানান।


সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।


এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।


বিবার্তা/রব্বানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com