হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৮
হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।


২৬ জানুয়ারি, শুক্রবার সকাল সাড়ে দশটায় হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি কাস্টমস ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান বাংলা হিলি কাস্টমস কর্তৃপক্ষ।


পরে সকাল এগারোটার দিকে হিলি স্থল শুল্ক স্টেশনের সভাকক্ষে দিনাজপুর জেলা কাস্টমস এক্সাইজ ভ্যাটের সহকারী কমিশনার দিপাকর হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ভ্যাট এর অতিরিক্ত কমিশনার মো. জিয়াউর রহমান খান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি আলহাজ হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হিলি আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম, হিলি কাস্টমস সরকার এসোসিয়েশনের সা. সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।


আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম। সভায় আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য আলোচনা করেন রাজস্ব কর্মকর্তা অমল হালদার।


এছাড়াও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, থানার প্রতিনিধি এসআই আরিফ হোসেন, হিলি পানামা পোর্ট লিংক, হিলি আমদানি রফতানিকারক, বাংলা হিলি সিআ্যন্ডএফ এজেন্ট সদস্য, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় উপস্থিত হিলি বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানি রফতানি কারক ব্যবসায়ীরা হিল বন্দর দিয়ে ভারত থেকে মোটরসাইকেলের পার্টস ও ফল আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চান।


এছাড়াও সভায় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব অনেক। বন্দর থেকে দ্রুত পণ্য ছাড় করণের সহযোগিতার পাশাপাশি রাজস্ব আহরণে কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতা চান ব্যবসায়ীরা।


সেই সাথে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল করতে বন্দরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।


প্রধান অতিথি রংপুর বিভাগীয় কাস্টমস এর অতিরিক্ত কমিশনার মো. জিয়াউর রহমান খান তার বক্তব্যে বলেন, হিলি সীমান্তের শূন্য রেখায় অগ্রাধিকার ভিত্তিতে লাগেজ স্ক্যানার মেশিন স্থাপন করা হবে। সেই সাথে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা বলেন।


হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার নো. বায়জিদ হোসেন বিশ্ব কাস্টমস অ্যাওয়ার্ড গ্রহণের বিদেশে অবস্থান করায় তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান অতিথি মো. জিয়াউর রহমান খান।


বিবার্তা/রব্বানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com