
রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দীন মোহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সজিব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)।
জানা গেছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান রোমান। এছাড়া সজিব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে খিলক্ষেত থানা পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সজিব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মৃত সজিবের বাসা বংশাল নবাব কাটারা এলাকায়। বাবার নাম নবাব মিয়া। আহত দ্বীন মোহাম্মদ কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় থাকে। আর মৃত রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ভোর রাতের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সজীব হোসেন মারা যান।
তিনি আরও বলেন, সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকতেন।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]