গাইবান্ধায় তাপমাত্রার পারদ নামল ৮.৫ ডিগ্রি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৭
গাইবান্ধায় তাপমাত্রার পারদ নামল ৮.৫ ডিগ্রি
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের উত্তরের জেলা গাইবান্ধায় তাপমাত্রা কমে এখন আট অঙ্কের ঘরে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার মানুষ।


শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় গাইবান্ধা জেলার তাপমাত্রা রেকর্ড করা করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টা আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ। বৃহস্পতিবর (২৫ জানুয়ারি) সন্ধ্যার আগেই অনেকটা জনশূন্য হয়ে পড়ছে জেলার প্রধান রাস্তাঘাট।


এদিকে, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহর প্রভাব পড়ছে কৃষিতে। চলতি মৌসুমের ইরি-বোরোর বীজতলা লালবর্ণ ধারণসহ নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ রবিশস্যয়। শীত দীর্ঘায়িত হলে ফসলের আরও ক্ষতির শঙ্কা করছেন চাষিরা।


রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, গাইবান্ধা জেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরাঞ্চলের সব জেলার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com