পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১৯:৫৬
পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।


২৫ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।


এসময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের জুনিয়র বিভাগে ৪টি গ্রুপে ৩২টি দল ও সিনিয়র বিভাগে ২ টি গ্রুপে ১৪ টি দল বিভক্ত হয়ে খেলায় অংশ নেবেন। প্রতিটি দলে দুইজন করে খেলোয়াড় থাকবে। এক দল অপর দলের সাথে তিনবার খেলার সুযোগ পাবেন। পরে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


এছাড়া ভলিবল চ্যাম্পিয়নশিপে ১২টি দলে ১৩২ জন খেলোয়াড় অংশ নিবেন। প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকবে। এক দল অপর দলের সাথে তিনবার করে খেলার সুযোগ পাবে। চূড়ান্ত পর্যায়ে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com