
সদ্যোজাত কন্যা সন্তানকে পাশের বেডের অন্য রোগীর স্বজনদের কাছে রেখে উধাও হয়ে গেছেন পাপিয়া খাতুন নামে এক নারী। অনেক খোঁজাখুঁজি করে নবজাতকের মাকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দারস্থ হন ওই রোগীর স্বজনরা।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। হাসপাতালের রেজিস্টারে দেয়া তথ্য অনুযায়ী, পাপিয়া খাতুন (২৫) সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী।
এদিকে এ ঘটনার পর ওই নারীর সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে হাসপাতালে আসেন পাপিয়া। চিকিৎসক তাকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠান। সেখানেই নার্স-চিকিৎসকের সহযোগিতায় একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
এর কিছুক্ষণ পর কৌশলে পাপিয়াসহ তার স্বজনরা নবজাতক রেখে চলে যান। বর্তমানে শিশুটি সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন।
এ বিষয়ে জানত চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, পাপিয়া নামের ওই নারীকে আমরা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে পেলেই আমরা বিস্তারিত ঘটনা জানতে পারবো।
বিবার্তা/আসিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]