
মোংলা সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য - সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ প্রদান করা হয়।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে কৃতি ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল বাগেরহাট ০৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা ভূমি অফিসার মো. হাবিবুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মো. আহসান হাবিব হাসানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ।
এসময় বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সমাজ গঠনে শিক্ষার বিকল্প কিছুই নেই। তাই দেশকে এগিয়ে নিতে হলে ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলা করতে হবে।
বিবার্তা/জাহিদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]