
চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে গিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে এ অঞ্চলের ওপর দিয়ে। তীব্র ঠান্ডার মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা।
একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি চুয়াডাঙ্গায় সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
আর সকাল ৯ টায় সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
গতকাল বুধবার জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের উত্তাপ নেই। অন্যান্য দিনের মতোই উত্তর থেকে বয়ে আসা হিম বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত সপ্তাহে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেকে তাপমাত্রা কমতে থাকে। গত শনিবার জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার ১০ দশমিক ৭ ডিগ্রি ও সোমবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ গত মঙ্গলবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি কমে দাঁড়ায় ৬ দশমিক ৬ ডিগ্রিতে। যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, বৃষ্টি ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/আসিম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]