হিলিতে অবৈধভাবে ধান-চাল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:০২
হিলিতে অবৈধভাবে ধান-চাল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে ধান ও চালের মজুদের দায়ে দিনাজপুরের হিলিতে একটি সেমি অটো রাইস মিলে ১০ হাজার টাকা ও একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


২৪ জানুয়ারি, বুধবার দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন।


হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন জানান, উপজেলা সদরে শমসের সেমি অটো রাইছ মিলে অবৈধভাবে ধান মজুদ ও বরাদ্দের চাল সরকারি খাদ্যগুদামে সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স সুমন এন্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে চাল আমদানি করে গুদামে মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


তিনি আরো জানান, চলমান চালের অস্থির বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মঈন উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রব্বানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com