খানসামায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:০৫
খানসামায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।


২৪ জানুয়ারি, বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।


অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম।


উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” স্লোগানে আয়োজিত মেলায় ২০টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বন্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


বিবার্তা/জামান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com