
চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
২৪ জানুয়ারি, বুধবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানিয়েছে, ভৈরব নদীর মাটি ও ব্যাক্তিমালিকানাধীন জমি থেকে মাটি বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার বোয়ালমারী মাঠে অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সত্যতা পেলে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর চালক বাবলুর রহমান ও জমির মালিক জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, দুই ব্যাক্তি ভৈরব নদের মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। আজ তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নদীর পাড়ের মাটি উত্তোলন করে বিক্রির কোনো সুযোগ নেই। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/আসিম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]