
জাপান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৬১টি বিলাসবহুল রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’।
২৩ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে এসে জাহাজটি নোঙর করে।
এর আগে গত (১৬ নভেম্বর) জাপান থেকে আসা সিঙ্গাপুর বন্দর থেকে এক হাজার ১৮০টি গাড়ি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করে ৪১৯টি গাড়ি খালাস করা হয়। এর মধ্যে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকোয়া, নোয়া, মিনিবাস ও অ্যাম্বুলেন্সসহ একাধিক ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি রয়েছে। গাড়িগুলো প্রথমে জাপানের নাগোয়া, ইউকোহামা ও ওসাকা বন্দর থেকে বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি এনে সিঙ্গাপুরে রাখা হয়। বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা এসব গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালয়েশিয়ান স্টার’ মোংলা বন্দরে এসে নোঙর করেছে।
জাহাজটির পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, জাহাজটি থেকে গাড়ি খালাস শুরু হয়েছে। খালাস শেষে আমদানিকারকরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গাড়িগুলো ছাড়িয়ে নেবেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]