
চাল ও ধানের বাজারে সিন্ডিকেট ও অনিয়ম রুখতে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম খাজানগরে কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।
২৩ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আইলচারা এলাকার গোল্ডেন রাইস মিলের গুদামে ধান ও চালের মজুদ খতিয়ে দেখার মাধ্যমে এ অভিযান শুরু হয়।
ওই গুদামে বস্তায় ওজনে কম দেয়ার কারণে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের মালিকানাধীন প্রতিষ্ঠান রশিদ এগ্রোফুড পরিদর্শন করেন অভিযানে নেতৃত্বদানকারী সদস্যবৃন্দ। এরপর দুপুর ২টার দিকে বড় চালকল আব্দুল খালেক এগ্রোফুডে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথমদিন তিনটি মিলে অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে, দর আপাতত নির্ধারণ করে দেয়া হয়েছে। দরের বাইরে কেউ চাল বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওজনে কম দেয়া, অবৈধ চাল ও ধানের মজুদ প্রতিনিয়িত খতিয়ে দেখা হবে। কোন অনিয়ম পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ধান ও চালের বাজার কমতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর কুষ্টিয়ার উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]