
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা কমিটির অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও কামদয়িা ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক আবু রুশদ মো. শরিফুল ইসলাম জর্জ, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ, গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্সসহ ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি এবং উপজেলা পরিষদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিবার্তা/আ.খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]