
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্ধর্ষ চুরি হওয়ার ঘর থেকে পারভিন বেগমের (৫৪) নামে এক গৃহকর্ত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে। পারভিন বেগম উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান শেখের ১ম স্ত্রী।
পুলিশ জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। পরে হাফসার মাকে ঘরের অপর একটি কক্ষে খাটের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের মেয়ে হাফসা বেগম (২৫) জানান, ঘটনার রাতে ওই ঘরে আমি আর মা ছাড়া অন্য কেউ ছিল না।
খবর পেয়ে ২৩ জানুয়ারি, মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রহস্যজনক মনে করে থানা পুলিশ বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ছায়া তদন্তের জন্য অনুরোধ জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রহস্যজনক। আপাতত একটি জিডি করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পিবিআই’কেও অনুরোধ করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]