
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (২২ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
২৩ জানুয়ারি, মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান।
র্যাবের এই কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে র্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ নিয়ে কথা বলবেন বলে জানান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]