
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
২২ জানুয়ারি, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মুন্না দামুড়হুদা উপজেলার স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে। তিনি আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে ২য় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে দামুড়হুদা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়।
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদী পৌঁছালে পথিমধ্যে সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।
এ খবর নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, নিহতের মরদেহ বাড়ি ফেরত আনা হচ্ছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/আসিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]