
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
২২ জানুয়ারি, সোমবার সকালে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (২২ জানুয়ারি) এবং আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করলেও মাধ্যমিক স্কুলগুলো খোলা রয়েছে।
এ ব্যাপারে জানতে জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম বলেন, মাধ্যমিক স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিবার্তা/আ.খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]