
তীব্র শীত ও চলমান শৈত্য প্রবাহের কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার।
২২ জানুয়ারি, সোমবার দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত চিঠি প্রাপ্তির পরে বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় আগামী দুই দিন (২৩-২৪) জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা অফিসার।
সেহেতু আমাদের উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই দিন (২৩-২৪) জানুয়ারি পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
আজ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮:২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে আজ জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিবার্তা/রব্বানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]