কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বিজিবি'র শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৪০
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বিজিবি'র শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কুড়িগ্রামের চর যাত্রাপুরে দুস্থ ও অসহায় ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


২২ জানুয়ারি, সোমবার সকালে যাত্রাপুর সীমান্ত ফাঁড়িতে এসব শীতবস্ত্র তুলে দেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান, যাত্রাপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার সৈয়দ আলী প্রমুখ।


শীতবস্ত্র পাওয়া শীতার্ত রহিমা বেগম, আবেদ আলী, মজিবররা জানান, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এই শীতবস্ত্রের মাধ্যমে এখন আমাদের কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবো।


লাইলী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খু্ব ঠান্ডা। রাতে ঘুমাইতে পারি না। আজ কম্বলটা পেয়ে খু্ব খুশি হলাম। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো।


কুড়িগ্রাম ২২বিজিবি'র অধিনায়ক লে. কমান্ডার আব্দুল মুত্তাকিম বলেন, আমরা দৈনন্দিন কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে হাত বাড়াই। এরই ধারাবাহিকতায় শীত প্রবণ এ অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য আজ যাত্রাপুর এলাকায় ৫শত কম্বল বিতরণ করা হলো।আমাদের এ ধারা অব্যাহত থাকবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com