
উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় উপেক্ষিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা। সেই নির্দেশনা অনুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে তাপমাত্রা থাকলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিলেও এই উপজেলায় সেটি মানা হচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে শৈত্য প্রবাহে কাবু হয়ে পড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন পর্যায়ের মানুষ। এই পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী আঞ্চলিক উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসার আলোচনা করে মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম বন্ধের কথা চিঠিতে বলা হয়।
২২ জানুয়ারী, সোমবার সকালে দেখা যায়, প্রচণ্ড ঠান্ডার মধ্যেই স্কুলে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষকরা। তবে প্রাথমিক বিদ্যালয় জেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রয়েছে। এই উপজেলায় কোন স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে আবার কোনটিতে খোলা।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার (২২ জানুয়ারী) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৯০%।
হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাকিম ইসলাম বলেন, স্কুল বন্ধ না থাকায় আমরা নিয়মিত স্কুল আসতেছি।
শাহপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রেখেছি তবে শিক্ষকরা স্কুলে উপস্থিত হয় প্রতিদিন।
কাচিনীয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, সুস্পষ্ট কোন নির্দেশনা না থাকায় আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক বলেন, আবহাওয়া বিবেচনায় আঞ্চলিক উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসার বন্ধ দিতে পারবে। তবে স্থানীয় পরিস্থিতি প্রধান শিক্ষকরা আমাদের অবগত করলে সেটি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করি ও স্কুলে বন্ধে ব্যবস্থা গ্রহণ করি।
বিবার্তা/জামান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]