
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয়নব খাতুনের (২৪) দাফন সম্পন্ন হয়েছে।
২১ জানুয়ারি, রবিবার দুপুরে তাঁর লাশ রৌমারী উপজেলার কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা মাঠে নিয়ে আসা হয়। পরে বেলা ২টায় মাদ্রাসাসংলগ্ন রৌমারী উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডল পাড়ার নিজ বাড়িতে তার মরদেহ নিয়ে আসলে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের মাতম দেখা যায়।
স্থানীয়রা বলেন, জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরে পড়ছিলেন। তাঁর বাড়ি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল জলিল এবং মায়ের নাম জুলেখা বেগম। তিন ভাইবোনের মধ্যে জয়নব সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে জয়নব বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক এবং ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা’ সংগঠনের সদস্য ছিলেন।
এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ৫৭ জন ভ্রমণকন্যার একটি দল ৫টি জিপ গাড়ি করে রুমা উপজেলায় যায়। ঘোরাফেরা শেষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবানের উপজেলার পর্যটন কেন্দ্র কেওক্রাডং থেকে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়া এলাকায় তাদের বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় জয়নবসহ দু’জন। এসময় আহত হয় ৮ জন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]