চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:২৩
চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীর শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন চিলমারীর কৃর্তি সন্তান ইঞ্জিনিয়ার মো. মতিয়ার রহমান। শীতার্ত মানুষের জন্য উপহার হিসাবে ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানের সহযোগীতায় চিলমারী ইউনিয়নের শাখাহাতি, কড়াইবাড়িশালসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।


এছাড়াও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।


২১ জানুয়ারি, রবিবার দুপুরে কড়াইবড়িশাল চরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতণের উদ্বোধন করা হয়।


এসময় চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, চিকিৎসক গোলাম সারোয়ার, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম, সহ-সভাপতি মাইদুল ইসলাম মেহেদী, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম যুগ্ন-সাধারণ সম্পাদক ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম রাফি, সাংবাদিক মামুন মিয়া, নয়ন মিয়া, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


শীতের এই উপযুক্ত সময় উন্নত মানের কম্বল পেয়ে মুখে হাসি ফুটে উঠে মানুষের মাঝে। এসময় তারা ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান-কে ধন্যবাদ জানিয়ে বলেন এভাবে সকল বিত্তবান মানুষ এগিয়ে আসলে গরিব অসহায় মানুষকে আল্লাহ রহমতে শীতে কষ্ট করা লাগতো না।


বিবার্তা/রাফি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com