
এতিম মাদ্রাসা শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুঃস্থ অসহায় ও ছিন্নমূল দরিদ্র শীতার্তদের মাঝে গাইবান্ধার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ৬০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরই সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় সদরের জামালপুর গ্রামে পলাশবাড়ী উলু-মুদ্দীন কওমী মাদ্রাসা, তারাবিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন রায়হানুল উলূম মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্যান্য মাদ্রাসা ও প্রতিবন্ধী সেবা সংস্থাতে (প্রসেস) এবং এলাকার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান-এর সার্বিক তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংকের এসটিও গোলাম সরোয়ার প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরাফাতুল ইসলামসহ অন্যান্যরা।
অত্র ব্যাংক শাখার উদ্যোগে এলাকার প্রতিবন্ধী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমসহ শ্রমজীবী দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে গত দু’সপ্তাহে ৬০০ কম্বল বিতরণ করেন।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]