ঢাবি খানসামা উপজেলা ছাত্র সংসদের নতুন কমিটি গঠন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:১১
ঢাবি খানসামা উপজেলা ছাত্র সংসদের নতুন কমিটি গঠন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের (ডুকাস) এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট এর শিক্ষার্থী মুনতাসিম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার হৃদয়।


শনিবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডুকাসের সাধারণ সভা শেষে ডুকাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লিটন ইসলাম, দবিরুল ইসলাম, জয়ন্ত রায়, লামিয়া লিমুু, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা রুমি, রবিন রায় তপু, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, উপদপ্তর সম্পাদক মিম্মা জেমি, প্রচার সম্পাদক সাগর রায়, উপপ্রচার সম্পাদক
মাহাবুবা আক্তার মিম, ক্রীড়া সম্পাদক মোবাশ্বের হক, উপ ক্রীড়া সম্পাদক শাকিল রহমান, অর্থ বিষয়ক সম্পাদক নিপন রায়, উপ অর্থ বিষয়ক সম্পাদক তৃষা রায় তুষ্টি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হামসা খানম মিম, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফাহিমা শাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নীহারিক নিরা, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রতিমা রায় এবং সদস্য সিরাজুম মুনিরা, মেহেদি হাসান জিসান, সানজিনা ইয়াসমিন, রমজান আলী, শাকিব হুসাইন, আসাদুজ্জামান আসাদ, গালিব, আসিফ, মুহসিন আলম।


মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ এক যুগ ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি- ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী ফ্রি ক্লাস পরিচালনা করা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি হতে সহায়তা করা, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাতায়াত খরচ বহন ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে।


উপস্থিত ছিলেন, গৌরাঙ্গ সরকার সন্তোষ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, বিদায়ী সভাপতি মো. মমেনুর ইসলাম, বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল রানা ও ডুকাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।


২০০৮ সালে দিনাজপুরের খানসামার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠে ডুকাস। এরপর নানা সামাজিক কর্মকাণ্ডের জন্য সংগঠনটি ২০১৫ সালে সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পুরস্কার অর্জন করে।


ডুকাসের প্রতিষ্ঠাতারা বলেন, ‘ডুকাস সংগঠনটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসব্যাপী ফ্রি সেমিনার করে থাকি। আমাদের লক্ষ্য হলো, খানসামা উপজেলার প্রতিটি ঘরে একটি করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী থাকবেন। সবার ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে।’ ইতিমধ্যে খানসামা উপজেলা থেকে দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছেন বলেও জানান তারা।


বিবার্তা/জামান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com