
রাজবাড়ীতে দেশীয় তৈরি সচল একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ সাব্বির মণ্ডল (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
১৯ জানুয়ারি, শুক্রবার দুপুরে সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী সাব্বির মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের বিল্লাল মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক ও অস্ত্র কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে চালানো এ অভিযানে সাব্বির মণ্ডলকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এবং তার দেখানো স্থান থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত সাব্বির মণ্ডলের বিরুদ্ধে চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক আরও দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]