
হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
১৯ জানুয়ারি, শুক্রবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লায় একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মহল্লাবাসীর সঙ্গে রাজবাড়ীর মিজাজ আলীর ছেলে রুবেলসহ কয়েকজনের বিরোধ দেখা দেয়। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী বিরোধপূর্ণ ওই জায়গায় রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াদের বাধা দেন। জাতীয় সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশের মাধ্যমে নিস্পত্তির কথা ছিল।
কয়েকদিন আগে হুকুড়া মহল্লাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে তিনি তাতে অসম্মতি জানান। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেন। দুপুরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]