
সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর থেকে চাপাইতি গ্রামে যাওয়ার মাটির রাস্তার পাশে ঘাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামশিংপুর গ্রামের আ. মজিদের এর ছেলে সুনু মিয়ার হেফাজতে থাকা প্রায় ২ লাখ টাকার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেইসাথে সুনু মিয়াকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। এসময় মধ্যনগর থানার এসআই মো. মশিউর রহমান ও কনস্টেবল সোহেল আহমদ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]