
সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত চোরাকারবারিরা হল নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলার বড়মারা গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ রইচ মিয়া (৩০) ও মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ কাজল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের নুরুল হকের বাড়ির উঠান থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা অটোরিকশা থেকে ৫০০কেজি আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, আটককৃত চোরাকারবারিদের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]