
সিলেটে ওসমানী নগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মো. শফিউল হাসান সানী (২৯) নামে সাবেক এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
১৭ জানুয়ারি, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় সিলেট থেকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তেরমাইল ব্রাহ্মণ শাসন নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মো. শফিউল হাসান সানি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের ভালকী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। সানী রাজারবাগ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বছরের ২৯ নভেম্বর চাকুরিচ্যুত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকা অভিমুখি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ল ৬২-২০৪০) ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্য সানির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও বালাগঞ্জ তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
তিনি জানান, মাইক্রোবাসের ধাক্কায় সানির মৃত্যু হয়। তিনি রাজারবাগ পুলিশের কনস্টেবল ছিলেন। গেলো ২৯ নভেম্বর চাকুরিচ্যুত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা যায়নি।
বিবার্তা/ফয়সাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]