
পাঁচদিন যাবৎ দেখা মেলেনি সূর্যের উত্তরের জেলা পঞ্চগড়ে। গতকাল দুপুরে রােদের দেখা মিললে জনজীবনে স্বস্তি ফিরে আসে। বিকেল হতে না হতেই তা আবার মিলিয়ে যায়। ঘন কুয়াশায় ডেকে যায় পুরো এলাকা। হিমল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। সপ্তাহজুড়েই এই অঞ্চলের তাপমাত্রার পারদ ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে বিরাজ করছ ।
সােমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় সর্বানিন্ম তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার সকাল ৯ টায় সবানিন্ম তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বােচ্চ তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস ।
স্থানিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেদ্র সুত্রে জানা যায়, এই অঞ্চলের ওপর দিয়ে এমাসে আরও একটি মৃদু ও মাঝারি শত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভবনা রয়েছে । দিনের তাপমাত্রা একটু বৃদ্ধিপেলেও আবারও কমছে রাতের তাপমাত্রা। ঘনকুয়াশা আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনভর দেখা মিলছেনা সুর্যের। এই অবস্থা আরও দুই/তিন অব্যাহত থাকবে।
হিমালয় কন্যা নামে খ্যাত দেশের সর্বােত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরাে এলাকা । ঘন কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হীম শীতল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে । প্রয়াজন ছাড়া মানুষ ঘর হতে বের হয়না। ঘন কুয়াশা,কনকন ঠান্ডা আর হিমল বাতাসে বেশি বিপাকে পড়ছেন নিন্ম আয়ের মানুষ । হাসপাতাল গুলাতেও বেড়েছে শীতজনিত রােগীর সংখ্যা ।
বিবার্তা/বিপ্লব/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]