নওগাঁয় গাছ কেটে ব্যারিকেড দিয়ে সড়কে ডাকাতি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ২০:৪৩
নওগাঁয় গাছ কেটে ব্যারিকেড দিয়ে সড়কে ডাকাতি
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় গাছ কেটে সড়কে ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে।


ডাকাতদলের সদস্যরা যানবাহনের চালকদের গলায় ছুরি ধরে জিম্মি করে টাকা-পয়সা লুট করে নেয়। এ সময় কয়েকজন চালককে মারধরও করা হয়েছে বলে জানা গেছে।


১৪ জানুয়ারি, রবিবার ভোর ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কে ডাকাতির এ ঘটনা ঘটে।


ডাকাতদলের কবলে পড়া চিকিৎসক ফজলে রাব্বী বলেন, ‘রাজশাহীর তানোর উপজেলা সদরে মহানগর ক্লিনিকে একটি অপারেশন কাজ শেষ করে রাত ৩টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে মিশাত ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই। ভোর ৪টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের দফাদারের মোড়ের কাছে একদল ডাকাত আমার প্রাইভেটকারটি আটক করে। এ সময় সড়কে একটি গাছ ফেলে ব্যারিকেড দেওয়া ছিল।’


ভুক্তভোগী চিকিৎসক আরো বলেন, ‘ডাকাত সদস্যরা আমার গলায় চাকু ঠেকিয়ে মানিব্যাগে থাকা ৩৫ হাজার টাকা লুট করে নেয়। এ সময় ৫ থেকে ৬টি যানবাহনে ডাকাতি করে তারা। সুযোগ পেয়ে আমি প্রাইভেটকারটি ঘুরিয়ে আবারও চৌবাড়িয়ার দিকে চলে যাই। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তা কামনা করি। রবিবার সকালে এ বিষয়ে পুলিশ আমার কাছ থেকে জবানবন্দি নিয়েছে।’


আরেক ভুক্তভোগী ভটভটি চালক আফাজ উদ্দিন প্রামাণিক বলেন, ‘রবিবার ভোররাতে ঘোনা বিলে মাছ নেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিই। পথে দফাদারের মোড়ের অদূরে বড় ব্রিজের কাছে ডাকাত দলের কবলে পড়ি। ডাকাতেরা আমার হাত বেঁধে গলায় চাকু ঠেকিয়ে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। ডাকাতদল চলে যাওয়ার পর অন্যরা আমাকে মুক্ত করে।’


এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতদল সটকে পড়ে।


এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করে নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com