সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে আব্দুল কাদের নামে নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ভোর রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়ার দেওয়ান বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভোর রাতে দেওয়ান বাড়িতে একদল ডাকাত মামুন দেওয়ানের কারখানা, মালেক দেওয়ানের বাড়ি ও আমির দেওয়ানের বাড়িতে প্রবেশ করে। এসময় দেওয়ান বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদের ডাকাতদের দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসী বিষয়টি বুঝতে পারলে ডাকাতরা ওই নিরাপত্তাকর্মীকে এলোপাথারী গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই নিরাপত্তাকর্মীকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিৎিসকরা মৃত ঘোষনা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক আর উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার-ঢাকা
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]