
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল বাসস্টান্ড এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত রাজু ষ্টোর নামে একটি কসমেটিক্স দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) ভোররাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও কসমেটিক্স সামগ্রীসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক বাচ্চু তালুদার জানান, আমরা রাতের বেলা দোকান বন্ধ করে বাসায় যাই। দুর্বৃত্তরা আমার দোকানের পিছনের দরজার দুটি তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সব লুট করে নিয়ে গেছে।
তিনি জানান, দোকানের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার কসমেটিক্স মালামাল ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমার মালামাল উদ্ধারের জন্য।
মোরেলগঞ্জ থানার এসআই গৌতম জানান, পল্লীমঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় রাজু স্টোরে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]