
রংপুরে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
ওসি নজরুল জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মিঠাপুকুর হেনামেমোরিয়াল কলেজের সামনে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের ড্রাইভার মারা যায়। পরে পাওয়ার টিলারের অন্য ৩ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মেডিকেলে নেওয়ার পর আরও একজন মারা যায়। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা। তবে দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]