তেজগাঁও মোল্লাবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করছে ১৩ ইউনিট
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪১
তেজগাঁও মোল্লাবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করছে ১৩ ইউনিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তেজগাঁও এলাকার এফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


আগুন নেভাতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।


শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।


তিনি জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সদস্যরা। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।


তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সর্বশেষ ১৩টি ইউনিট সেখানে অবস্থান করে আগুন নেভাতে কাজ করছে।


তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো হতাহতের তথ্য এবং আগুন লাগার কারণ জানাতে পারেননি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com