
কুষ্টিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সেইসাথে বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ভোর হতেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সর্বত্র। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কৃষিকাজ হচ্ছে ব্যাহত। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে হচ্ছে ছিন্নমূল অসহায় মানুষদের।
শীত ও ঠান্ডায় হাসপাতালগুলিতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু সহ বিভিন্ন রোগীর সংখ্যা।
১২ জানুয়ারি, শুক্রবারও দেখা মিলেনি সূর্যের। ফলে তীব্র শীত ও কনকনে হিমেল ঠান্ডা হাওয়ায় জবুথুবু অবস্থায় কেটেছে শীতার্ত ছিন্নমূল মানুষের।
তবে শীতের তীব্রতা বাড়লেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি সরকারি দপ্তরকে।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]