
রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল বাজারের চিলার ঝাড় নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ জানুয়ারি, শুক্রবার সকালে আরপিএমপির পরশুরাম থানা পুলিশ এ মৃতদেহ উদ্ধার করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুড়াইল বাজার থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহের পাশাপাশি অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
তিনি আরও জানান, নিহতের মুখে ও গলায় জখমের চিহ্ন রয়েছে। উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং ঘটনার কারণ জানা যাবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]