
উত্তরজনপদের হিমেল হাওয়া-শৈত প্রবাহ ও কনকনে শীতে গাইবান্ধায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে অসহায়-দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয়, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের নিকট থেকে প্রাপ্ত শীতবস্ত্র গাইবান্ধায় ৪শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম আবু, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাকার চেয়ারম্যান সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম হুমায়ুন ইকবাল ও উপ-পরিচালক শাহ্জাহান খন্দকার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/আ.খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]