অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোয়া গেছে ১১ ভরি সোনা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১৬:০১
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোয়া গেছে ১১ ভরি সোনা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা থেকে খুলনায় বাস যোগে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় সোয়া ১১ লাখ টাকা মূল্যের সোনা খুইয়েছেন মোংলা শহরের মাদ্রাসা রোড়ের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তন্ময় জুয়েলার্সের কর্মচারী মাহি মোল্লা (৫০)।


এ সময় সংঘবদ্ধ এ চক্রের সদস্যদের কবলে পড়ে জ্ঞান হারিয়ে পড়ে এ কর্মচারী। পরে খবর পেয়ে জুয়েলার্স মালিক তরুণ চন্দ্র খুলনার রূপসা এলাকায় বাস থেকে অজ্ঞান অবস্থায় কর্মচারী মাহিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মহানগরীর শেখ পাড়ার শিপসা ক্লিনিকে ভর্তি করে।


১১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাহির জ্ঞান ফেরেনি।


জুয়েলার্স মালিক ও অন্যান্য সূত্র জানায়, মোংলা শহরের মাদ্রাসা রোডস্থ মেসার্স তন্ময় জুয়েলার্সের মালিক তরুণ চন্দ্র মেশিনে গহনা তৈরির জন্য তার কর্মচারী মাহি মোল্লাকে বুধবার দুপুরের পর ১১ ভরি ৪ আনা পাকা সোনা দিয়ে খুলনার উদ্দেশ্যে পাঠায়। এরপর মাহি দিগরাজ থেকে রূপসাগামি বাস ওঠে। পরে রূপসা স্ট্যান্ডে গাড়ি গেলে বাসের স্টাফরা মাহিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মোবাইলে মালিক তরুণ চন্দ্রকে খবর দেয়। খবর পেয়ে মালিক রুপসায় গিয়ে মাহিকে গাড়ির মধ্যে অচেতন ও তার প্যান্টের পকেট ও গায়ের জ্যাকেটের ভিতরের পকেট কাটা অবস্থায় দেখতে পায়।


পরে তল্লাশি চালিয়ে কর্মচারী মাহির কাছে থাকা ১১ ভরি ৪ আনা সোনা খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্যান্ট ও জ্যাকেটের পকেট কেটে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে মাহির কাছে থাকা সব সোনা নিয়ে সটকে পড়ে।


এক পর্যায়ে অচেতন মাহিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাহির জ্ঞান ফিরতে সময় লাগবে। খোয়া যাওয়া ওই সোনার বাজার মূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা।


মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কর্মচারী মাহি মোল্লা সুস্থ হওয়ার পর তার মুখে বিস্তারিত শুনে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন জুয়েলার্সের মালিক তরুণ চন্দ্রকে।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com