
পাবনা পৌর এলাকার রাধানগর এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ গেট সংলগ্ন ফিলিং স্টেশনে সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারেনি।
১০ জানুয়ারি, বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ এর দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে ৫টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শারফুল আহসান ভুঞা বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের পাবনার ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে আটঘরিয়ার একটি ও ঈশ্বরদীর গ্রিন সিটির আরও একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, এখনও আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। আরও সময় লাগবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]