বরুণ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১৯:০০
বরুণ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০ ঘণ্টা পেরিয়ে গেলেও ঝিনাইদহের নৌকার সমর্থক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ী নিহত বরুন কুমার ঘোষের বাড়িতে চলছে শোকের মাতম। সনাতন ধর্মাবলম্বী হওয়ায় নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


১০ জানুয়ারি, বুধবার দুপুরে তারা নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করে এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক মনীন্দ্র কুমার সাহা, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাশীষ কুমার বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার সাহা এ সময় গণমাধ্যমকে বলেন, নির্বাচনকেন্দ্রিক এমন হত্যাকাণ্ড সাম্প্রদায়িক বহিঃপ্রকাশ মন্তব্য করে জড়িতদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি নেতাদের। কীসের এত আক্রোশ ছিল তা আমরাও জানতে চাই। অবশ্যই আমরা ফিরে যেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবো। বারবার এমন হতে দেওয়া যাবে না। কারা করছে তাদের সমূলে উৎপাটন করতে হবে। প্রশাসনকে আরো জোরালোভাবে কাজ করতে হবে। আমরা এর বিচার চাই ।


থানায় এখনও মামলা দায়ের হয়নি তবে লাশের শেষকৃত্য শেষে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।


উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষ নেওয়ায় বরুন ঘোষ নামে ওই কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। নিহত বরুন ঘোষ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার মৃত নরেণ ঘোষের ছেলে ।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com