
এই কনকনে শীতে দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়াল দিনাজপুরের খানসামা থানা পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাসুলী, জাহাঙ্গীরপুর গোবিন্দপুর, মাদারডাংগা ও টংগুয়া এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুরের খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসআই ইবনে ফরহাদ, এসআই দিবাকর রায় ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের নির্দেশেনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবানরা নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে এই শীত গরীবের জন্য কষ্টের হবে না।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ বুধবার খানসামায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত উত্তরের মানুষের জনজীবন।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]