
সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ৮ জানুয়ারি, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের হামকুড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাইদুর রহমান (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী। সাইদুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অটোরিকশাটি দুপুরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের কাছিকাটা থেকে যাত্রী নিয়ে তাড়াশ যাচ্ছিলো। তাড়াশের হামকুড়িয়া ব্রিজের কাছে অটোরিকশাটি পৌঁছালে সরিষাবোঝাই একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নসিমন ও অটোরিকশা হাইওয়ে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]