
রাজধানীর আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
৫ জানুয়ারি, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ডিউটি অফিসার এস আই মাজহার।
তিনি বলেন, এ ঘটনায় একজন আহত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বাসটি কোথায় থেকে কোথায় যাচ্ছিল আর কে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী এলাকায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]