
পিরোজপুরের নাজিরপুরে ১৩ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ দেয়া হয়েছে নির্বাচন কমিশনে।
গত সোমবার (১ জানুয়ারী) পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শ. ম রেজাউল করিম ওই অভিযোগ করেন। অভিযুক্ত ওই প্রিসাইডিং কর্মকর্তারা সকলেই উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক বলে জানা গেছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম সহ উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্বে থাকা ওই কলেজের কয়েক শিক্ষক প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আউয়ালের পক্ষে কাজ করছেন। এমনকি তারা পাঠদানের সময় ছাত্রীদের কাছে ভোট চাচ্ছেন। কলেজটি গত ২০১০ সালে সাবেক এমপি আউয়াল প্রতিষ্ঠা করেন এবং গত ২০১৮ সালে তা জাতীয়করণের ঘোষণা হয়।
কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার বলেন, কলেজের বিভিন্ন বিষয়ের ১৩ শিক্ষক প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে গত শনিবার (৩০ ডিসেম্বর) প্রশিক্ষণ নিয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিবার্তা/তাওহিদুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]