সাভারে বারোমাস গোলাপ উৎপাদন ও বিক্রি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭
সাভারে বারোমাস গোলাপ উৎপাদন ও বিক্রি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের বিরুলিয়া ইউনিয়নের তুরাগ নদীর তীরে গোলাপ গ্রামের অবস্থান। বছরের বারোমাসেই গোলাপ উৎপাদন ও বিক্রি নিয়ে ব্যস্ত থাকেন এ গ্রামের ফুল চাষিরা।


এ বছর শীতের দিনগুলিতে গোলাপ ফুল বেশি বেচাকেনা ও জমজমাট হয়ে উঠেছে গোলাপ গ্রামটি। এ বছর ইউনিয়নটিতে প্রায় তিনশ হেক্টরের বেশি জমিতে গোলপ ফুল চাষ হয়েছে।


দেশী গোলাপের পাশাপাশি চায়না ও ভারতের কিছু গোলাপ ফুল চাষ হয়েছে সেখানে। নানা জাতের সৌন্দর্য বাড়ানো গোলাপ ফুলের সুবাস নিতে প্রতিদিন সেখানে ভিড় করেন ফুল প্রেমী মানুষরা।


প্রতিদিন কুয়াশায় ভেজা থাকা হলুদ সাদা ও লাল রঙের গোলাপ ফুল গাছ থেকে কেটে চাষীরা শ্যামপুর বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য। পরে সেখানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা দরদাম করে ফুল কিনে নিয়ে যান গাড়িতে করে।


এখন সেখানে প্রতিটি গোলাপ ফুল চার থেকে সাত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় গোলাপ চাষীদের মুখে হাসি ফুটেছে। আবাদি জমির সংখ্যাও বাড়িয়েছে কৃষকরা।


প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে ফুটে থাকা গোলাপ মানুষের মনকে অনেক ভালো করে। তবে বিভিন্ন দিবস আসলে ফুল বিক্রি আরও বেশি বেড়ে যায় বলে জানিয়েছে চাষীরা।


সাভার উপজেলা কৃষি অফিস থেকে ফুল চাষীদের সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে নিয়মিত।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com