গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:৫১
গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়ইগ্রাম) আসনে নির্বাচনি প্রচারণা জমে উঠতে না উঠতেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে।


১৯ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে হামলার এই ঘটনা ঘটেছে। আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নাজিরপুর বাজারের ময়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও খালেক মোল্লা’র ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল হোসেন জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে নৌকা মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন প্রয়াত সংসদ সদস্যের ছেলে আসিফ আব্দুল্লা বীন কুদ্দুস শোভন। সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে শোভনের নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন তারা। গত (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শোভনের একটি কর্মী সভা হচ্ছিল নাজিরপুর বাজারে। সেই কর্মী সভায় যোগ দিতে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শাহ আসছিলেন। পথিমধ্যে ইউনিয়ন পরিষদের সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় ইউপি সদস্য আলমের নেতৃত্বে। এ ঘটনায় একটি মামলা করা হয়। মঙ্গলবার আবার শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।’


আহত শরিফুল ইসলাম জানান, ‘তিনি বাড়ি থেকে বের হয়ে গোডাউন মোড় দিয়ে নাজিরপুর বাজারে যাচ্ছিলেন। তখন নৌকা প্রার্থী ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রামাণিকের সমর্থক ইউপি সদস্য আলমের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের দুজনের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা স্বতন্ত্র প্রার্থী শোভনের সমর্থক হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন।’


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, ‘দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে।’


নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রামানিক মুঠোফোনে বলেন, ‘ইউপি সদস্য আলম তার সমর্থক না। আহত শরীফুল ইসলামের সাথে আলমের পূর্ব শত্রুতা থাকতে পারে। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ নেই। অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হোক।’


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, ‘পূর্বের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আজকের ঘটনাও তদন্ত করে অভিযুক্তদের নামে নিয়মিত মামলা রজু করে দ্রুত গ্রেফতার করা হবে।’


সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার জানান,‘খবর পেয়ে ঘটনস্থালে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।’


স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভন বলেন, ‘প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সন্তান তিনি। তার বাবার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তিনিও দুই উপজেলার জনগণের ভালোবাসার দাবিতে প্রার্থী হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য একের পর এক হামলা চালানো হচ্ছে। প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপ কামনা করেছেন তিনি।’


এ বিষয়ে বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মুঠোফোনে বলেন, ‘তার কোন সমর্থক এমন কোন কাজ করতে পারেন না। তাছাড়াও এমন ঘটনা তিনি এখন পর্যন্ত শুনেননি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছেন তিনি।’


বিবার্তা/জনি/এসবি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com